সম্পর্কে নাকি ভাঙন ধরেছে নীল ভট্টাচার্য্য ও তৃণা সাহার?



তাঁদের নাকি ৪ বছরের চুক্তির বিয়ে ছিল। তা নাকি ভাঙনের মুখে?



যদিও এই বিষয় নিয়ে মুখ খুলতে চাননি নীল। তৃণা জানিয়েছেন, এ শুধুই গুঞ্জন।



এর আগেও একাধিকবার গুঞ্জনের কানাঘুষো শোনা গিয়েছিল নীল আর তৃণার সম্পর্ক নিয়ে।



তবে প্রত্যেকবারই তৃণা বলেছিলেন, এ শুধুই গুঞ্জন। সত্যিই এমন কিছু হচ্ছে না।



তৃণা বলেছিলেন, সোশ্যাল মিডিয়ায় বাড়ির বড়রা রয়েছেন। এই সমস্ত খবর দেখে তাঁদের মনে চাপ পড়ে।



নেটিজেনদের কাছে তৃণা অনুরোধ করেছিলেন তাঁদের সম্পর্ক নিয়ে কোনও গুঞ্জন না ছড়াতে।



বিয়ের ৬ মাস পর থেকেই শোনা যায়, তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে।



সেই থেকেই নাকি আলাদা থাকতেন নীল ও তৃণা।



তবে তারপরেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল জন্মদিন উদযাপন করতে।