ভারতের শ্বেত বিপ্লব নিয়ে তৈরি ছবি 'মন্থন'

১৯৭৬ সালে তৈরি ছবিটি আজও প্রদর্শিত হয় বহু জায়গায়

এবার কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল 'মন্থন'

উপস্থিত ছিলেন নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ এবং প্রতীক বব্বর

স্মিতা পটেল জীবিত নেই, ছেলে প্রতীক তাই গিয়েছিলেন

ভারতে শ্বেত বিপ্লব বা দুগ্ধ বিপ্লবকে ভিত্তি করেই 'মন্থন' ছবিটির নির্মাণ

ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন অভিনেতা গিরীশ কারনাড

হোয়াইট রেভলিউশনের জনক ভার্গিস কুরিয়েনের চরিত্রে ছিলেন গিরীশ

মোষের দুধ থেকে গুঁড়ো দুধ তৈরির গবেষণা, প্রথম মিলস্ক পাউডার প্লান্টও ভার্গিসের হাতেই

সেই থেকেই জন্ম Amul-এর আজও মিল্কম্যান হিসেবেই খ্যাত ভার্গিস

Thanks for Reading. UP NEXT

'ফেভারিট' চকোলেট, কী খেয়ে ফিট কিয়ারা আডবাণী?

View next story