সম্প্রতি যে সকল অভিনেতারা ভাইরাল হয়েছেন তাঁদের মধ্যে অন্যতম তাহা শাহ বাদুশা ওরফে 'হীরামাণ্ডি'র তাজদার।
ABP Ananda

সম্প্রতি যে সকল অভিনেতারা ভাইরাল হয়েছেন তাঁদের মধ্যে অন্যতম তাহা শাহ বাদুশা ওরফে 'হীরামাণ্ডি'র তাজদার।



সিরিজের তাঁর উপস্থিতি বিশেষ নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি রীতিমতো ভাইরাল। মন উড়েছে একাধিক নারীর।
ABP Ananda

সিরিজের তাঁর উপস্থিতি বিশেষ নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি রীতিমতো ভাইরাল। মন উড়েছে একাধিক নারীর।



কিরণ রাওয়ের 'লাপতা লেডিজ' তাঁকে খ্যাতির আলোকে এনেছে। প্রতিভা রানতার পরিমিত অভিনয় জয় করেছে মন।
ABP Ananda

কিরণ রাওয়ের 'লাপতা লেডিজ' তাঁকে খ্যাতির আলোকে এনেছে। প্রতিভা রানতার পরিমিত অভিনয় জয় করেছে মন।



একইসঙ্গে তিনি নজর কেড়েছেন সঞ্জয় লীলা ভনশালীর 'হীরামাণ্ডি'তেও। তাঁর অভিনয় দক্ষতা সত্যিই প্রশংসনীয়।
ABP Ananda

একইসঙ্গে তিনি নজর কেড়েছেন সঞ্জয় লীলা ভনশালীর 'হীরামাণ্ডি'তেও। তাঁর অভিনয় দক্ষতা সত্যিই প্রশংসনীয়।



ABP Ananda

বিক্রান্ত মাসের সঙ্গে তাল মিলিয়ে '12th ফেল' ছবিতে অভিনয় করেছেন মেধা শঙ্কর।



ABP Ananda

তাঁর সারল্য রাতারাতি তাঁকে 'জাতীয় ক্রাশ' বানিয়েছে।



ABP Ananda

ডিসেম্বরে মুক্তি পায় 'অ্যানিম্যাল'। সেখানে বিশেষ নজর কাড়েন 'ভাভি ২' অর্থাৎ তপ্তি দিমরি।



ABP Ananda

এর আগে একাধিক সিনেমা করলেও 'অ্যানিম্যাল'-এর পর তিনি ভাইরাল হয়ে যান রীতিমতো। দেখা যাবে 'ভুল ভুলাইয়া ৩' ছবিতেও।



ABP Ananda

পাঞ্জাবী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। 'জুবিলি'র হাত ধরে ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তুলেছেন।



তাঁর দু'চোখে প্রেমে পড়েছে হাজার হাজার মানুষ। চড়চড়িয়ে বাড়ে তাঁর ফলোয়ার সংখ্যাও।