থাকেন কড়া ডায়েটে, কিন্তু সুযোগ পেলে খেতে ভালই বাসেন কিয়ারা আডবাণী। বিশেষ করে মিষ্টি! কিয়ারা ডার্ক চকোলেট খেতে ভীষণ ভালবাসেন। পাশে কেউ খেলেও তার থেকে একটু চকোলেট চেয়ে খান কিয়ারা। স্ট্রবেরি আর অন্যান্য ফল সহযোগে এক বাটি ওটস জলখাবার হিসেবে খান কিয়ারা ওয়ার্ক আউটে যাওয়ার আগে পিনাট বাটারে ডুবিয়ে আপেল খেতে ভালবাসেন কিয়ারা মাংস নয়, কিয়ারার প্রিয় মাছ। বিশেষ করে স্যামন মাছ ভালবাসেন কিয়ারা। দুপুর বা রাতের খাবার হিসেবে কিয়ারার ভীষণ পছন্দ স্যামন আর সিদ্ধ সবজি। মিষ্টি খেতে ইচ্ছা হলে ডার্ক চকোলেটই খান কিয়ারা, তবে পরিমিত পরিমাণে। স্বাদ বদলে মাঝে মধ্যে কিয়ারা খাবারের তালিকায় রাখেন মাংসের স্যুপও। খিদে পেলে ফল, ভুট্টা বা মাখানা বা টক দইয়ের মতো খাবার খেতে পছন্দ করেন কিয়ারা