সাধের মন্নত ছেড়ে চলে গেলেন শাহরুখ খান! সঙ্গে পুরো পরিবার! ব্যাপারটা কী?



সদ্যই মন্নত থেকে গোটা পরিবারকে নিয়ে বান্দ্রার পালি হিলসের নতুন একটি বাড়িতে চলে গিয়েছেন শাহরুখ খান।



কিন্তু কেন হঠাৎ সাধের মন্নত ছাড়লেন শাহরুখ? কেনই বা চলে গেলেন বান্দ্রার বিলাসবহুল বিল্ডিং কমপ্লেক্সে?



শোনা যাচ্ছে, দীর্ঘদিন পরে মন্নত এ মেরামতি ও নতুন নির্মাণ শুরু হবে। সেই মতো অনুমতি এসে গিয়েছে।



মন্নত আসলে হেরিটেজ বিল্ডিং। সেই নির্মাণের পরিবর্তন করার জন্য পুরসভার অনুমতির প্রয়োজন ছিল।



গৌরী খান সেই অনুমতি চেয়েছিলেন পুরসভার থেকে, তা পাওয়া গিয়েছে।



৬ তলা মন্নত এবার ৮ তলা হবে। সেই কারণেই শুরু হচ্ছে নির্মাণের কাজ।



সেই কারণেই মন্নত থেকে সাময়িকভাবে নিজের সংসার সরিয়ে নিয়ে যাচ্ছেন শাহরুখ।



বাড়ির নির্মাণকাজ শেষ হলে, তবেই ফের পুরো পরিবার নিয়ে বাড়িতে ফিরবেন শাহরুখ।



সম্ভবত সেই কারণেই এবার ঈদে মন্নতে দেখা গেল না শাহরুখ খানকে।