ফের বিতর্কে অভিনেত্রী নৃত্যশিল্পী উর্বশী রাউতেলা! এমন কী করে বসলেন তিনি?



এর আগে নিজের থেকে অনেক বড় অভিনেতার সঙ্গে উত্তেজক নাচ করে বিতর্কে জড়ান উর্বশী।



নন্দমুরীর সঙ্গে তাঁর 'দাবিডি দিবিডি' নাচ ভাইরাল হলেও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট নেতিবাচক মন্তব্য পেয়েছিল



আর এবার শাহরুখ খানের সঙ্গে নিজের তুলনা করে ফের বিতর্কে জড়ালেন উর্বশী রাউতেলা



অভিনয়ের পাশাপাশি, শাহরুখ খান তাঁর ব্যবসায়ীক বুদ্ধির জন্যও প্রশংসিত হন। সেই উল্লেখই করলেন উর্বশী।



নিজের বুদ্ধিকে শাহরুখের ব্যবসায়ীক বুদ্ধির সঙ্গে তুলনা করে বসলেন উর্বশী, আর তাতেই তোলপাড়।



শাহরুখের পর নিজেকে 'সেরা প্রচারক' বলে দাবি করেন উর্বশী। সেই মন্তব্য ভাইরাল হয়ে যায় সঙ্গে সঙ্গে।



অনেকে বলেন, 'ভাগ্যিস উর্বশী নিজেকে শাহরুখের আগে রাখেননি, অন্তত তাঁর পরে রেখেছেন।'



অনেকে আবার বলছেন, 'বড্ড বেশিই আত্মবিশ্বাস ফুটে বেরোচ্ছে উর্বশীর কথায়।'



তবে এই সবে কান দিতে নারাজ উর্বশী। তিনি জীবন বাঁচেন নিজের শর্তে।