কাজ করেছে একাধিক সিনেমায়, আর এবার সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন বলিউডের এই অভিনেত্রী।



তিনি গওহর খান। সোশ্যাল মিডিয়ায় গওহর সদ্য জানিয়েছেন, দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি!



স্বামী জায়েদ ইকবালের সঙ্গে একটি মিউজিক ভিডিও তৈরি করে গওহর খান জানিয়েছেন, কোলে আসছেন দ্বিতীয় সন্তান।



এর আগে গওহর ও জাইদের এক পুত্রসন্তান রয়েছে। দ্বিতীয়বার মা হতে চলেছেন গওহর।



২০২৩ সালে প্রথমবার মা হয়েছিলেন গওহর আর এবার দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষার পালা শুরু।



২০২০ সালে স্বনামধন্য সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার পুত্র জায়েদ দরবারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গওহর খান



গওহর ও জায়েদের প্রেম, বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। গওহর জায়েদের থেকে বয়সে ১১ বছরের বড়



এর আগে, 'বিগ বস'-এর বিজেতা এই অভিনেত্রীর নাম জড়িয়েছিল বিগ বসেরই আরেক প্রতিযোগীর সঙ্গে



কুশল টন্ডনের তাঁর ঘনিষ্ঠতা নিয়ে চর্চা হয়েছিল যথেষ্ট। কিন্তু বিগ বস হাউজ থেকে বেরনোর পরেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়।



সাজিদ খানের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন গওহর। সেই সম্পর্কের কথাও জানত ইন্ডাস্ট্রি