ABP Ananda


বর্তমানে 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' -এ করা তাঁর মন্তব্য নিয়ে চর্চায় রণবীর এলাহবাদিয়া


ABP Ananda


জানেন কী? ইউটিউব ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করে কত টাকা আয় করেন রণবীর এলাহবাদিয়া?


ABP Ananda


ধীরুভাই অম্বানি স্কুল থেকে পড়াশোনা শেষ করেন রণবীর, তিনি বি-টেক নিয়ে পড়াশোনা করেছিলেন।


ABP Ananda


একাধিক ইউটিউব চ্যানেল চালান রণবীর এলাহবাদিয়া, করেন একাধিক শো-ও।


ABP Ananda


জানা যাচ্ছে, রণবীর এলাহবাদিয়ার মোট সম্পত্তির পরিমাণ ৬০ কোটি টাকা।


ABP Ananda


২২ বছর বয়স থেকে শুরু হয়েছিল তাঁর সফর। ইউটিউবে 'দ্য রণবীর শো' বলে একটি শো চালান তিনি।


ABP Ananda


সেই শো-এ সমস্ত তারকাদের আমন্ত্রণ করে, তাঁদের সাক্ষাৎকার নেন রণবীর।


ABP Ananda


ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি থেকে শুরু করে একাধিক বিনোদনমূলক ব্যান্ডের দেখাশোনা করেন রণবীর


ABP Ananda


রণবীর কখনও তাঁর সম্পর্কের বিষয়ে মুখ খোলেনি, শোনা যায় তাঁর প্রেমিকার নাম নিক্কি শর্মা।



তবে সদ্য এই নিক্কি শর্মাও বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন রণবীরের সঙ্গে।