সদ্য সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের ক্লোজার রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।



আর সেই রিপোর্টে নির্দোষ প্রমাণিত হয়েছেন সুশান্ত সিংহ রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী



আর রিয়া নির্দোষ প্রমাণিত হওয়ার পরেই পাশে পেয়েছেন একাধিক বলিউড তারকাকে।



দিয়া মির্জা লিখেছেন, 'আপনাদের ডাইনি খোঁজা বন্ধ হয়েছে কি না?'



দিয়া আরও লেখেন, 'রিয়ার পরিবারের কাছে আপনাদের সবার লিখিতভাবে ক্ষমা চাওয়া উচিত'



সোনি রাজদান লিখেছেন, 'এটা কিছুই নয়, কেবল আধুনিক জগতে একটু ডাইনির খোঁজ করা চলছিল'



রিয়াকে সমর্থন করে পোস্ট শেয়ার করেছেন পূজা ভট্ট ও।



সুশান্তের মৃত্যুর ক্লোজার রিপোর্টের পরে তাঁর ভাই ও একটি পোস্ট শেয়ার করে নিয়েছিলেন



সেখানে লেখা হয়েছিল 'সত্যমেব জয়তে'। আর দেখা গিয়েছিল দূরে হেঁটে যাচ্ছেন রিয়া আর তাঁর ভাই



বর্তমানে নিজের জীবন গুছিয়ে নিয়েছেন রিয়া। নিজের মতো করে কেরিয়ার গড়েছেন।