প্রাক্তনের বিয়েতেও গিয়েছিলেন, একসঙ্গে ছবি তোলেন নবদম্পতির সঙ্গে এতদিন পর বিপাশা বসুকে নিয়ে মুখ খুললেন ডিনো মোরিয়া বিপাশার সঙ্গে তাঁর সম্পর্ক, বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জানালেন, জন অ্যাব্রাহাম তাঁর ও বিপাশার মাঝে আসেননি ডিনো জানিয়েছেন, বিপাশার সঙ্গে সম্পর্ক ভাঙে তাঁর এর পর বিপাশার জীবনে প্রবেশ ঘটে জনের তিনি নিজেও সেই সময় অন্য সম্পর্কে জড়ান বলে জানিয়েছেন ডিনো ডিনো জানিয়েছেন, ব্লাইন্ড ডেটেই প্রথম দেখা বিপাশার সঙ্গে 'রাজ' ছবিতে অভিনয়ের সময়ই সম্পর্ক ভাঙনের মুখে ছিল তার পরেও একসঙ্গে 'গুনাহ্' ছবিতে অভিনয় করেন