কিরণ রাও পরিচালিত 'লাপতা লেডিজ' এখন জনমুখে প্রচারিত। মুখ্য চরিত্র দীপক হিসেবে স্পর্শ শ্রীবাস্তবও নজর কেড়েছেন। একেবারে আনকোরা মনে হলেও এর আগেও কাজ করেছেন স্পর্শ। ডিজনির টিভি সিরিজ 'শেক ইট আপ'-এ অভিনয় করেছিলেন তিনি। এই অনুষ্ঠানটি ডিজনিতে দেখানো হল ২০১৩ সালে। এটি একই নামের একটি আমেরিকান শোয়ের ভারতীয় সংস্করণ ছিল। 'শেক ইট আপ' ধারাবাহিকে নীল নামক চরিত্রে অভিনয় করতেন স্পর্শ। যে তার প্রিয় বন্ধু যশের সঙ্গে পেশাগতভাবে নাচ নিয়ে জীবনে এগোতে চাইত। এছাড়াও জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'বালিকা বধূ'তে স্পর্শ শ্রীবাস্তব কাজ করেছেন। ছিলেন ক্রাইম ড্রামা 'জামতাড়া - সবকা নম্বর আয়েগা' সিরিজে। রাজস্থানের রাজাখেড়ায় জন্মগ্রহণ করেন স্পর্শ। ১১ বছর বয়সে নাচের রিয়েলিটি শো 'চক ধুম ধুম'-এ অংশ নিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। একাধিক ধারাবাহিকে একের পর এক কাজ করলেও কোনওদিন মুখ্য চরিত্রে কাস্ট করা হয়নি তাঁকে। এরপর তিনি আগ্রায় নিজের বাড়িতে ফিরে যান। তাঁর কেরিয়ার ইউ-টার্ন নেয় হঠাৎই যখন তাঁকে 'লাপতা লেডিজ' ছবির প্রস্তাব দেওয়া হয়। নেটফ্লিক্সের 'জামতাড়া' দেখে তাঁকে পছন্দ হয় নির্মাতাদের। 'জামতাড়া'তে স্পর্শকে দেখে তাঁর সঙ্গে যোগাযোগ করেন অভিনেতা ও প্রযোজক আমির খান। তাঁর সাফল্যের জন্য শুভেচ্ছা জানান। এরপর তিনি 'লাপতা লেডিজ' ছবির জন্য অডিশন দেন ও বাছাই হন। এরপর বাকিটা ইতিহাস। 'লাপতা লেডিজ' ছবির দীপক এখন সকলের মনে স্থায়ী স্থান পেয়েছে।