অনন্যা পাণ্ডর সঙ্গে কী সম্পর্কে ইতি টেনেছেন আদিত্য রায় কপূর? ফিরে গিয়েছেন পুরনো প্রেমিকার কাছে? সদ্য একটি ঘটনায়, ফের জল্পনায় উঠে এসেছেন শ্রদ্ধা কপূর ও আদিত্য রায় কপূর। 'আশিকি ২' থেকে শ্রদ্ধা ও আদিত্যর সম্পর্ক শুরু হয়েছিল। যদিও তার ইতি হয়েছে কয়েক বছর আগেই। কিন্তু হঠাৎ নাকি মায়ানগরীতে, মধ্যরাতে শ্রদ্ধা কপূরের বাড়ি থেকে বেরতে দেখা গিয়েছে আদিত্য রায় কপূরকে। অনেকেই ভাবছেন, তাহলে কি শ্রদ্ধার সঙ্গেই ফের সম্পর্কে ফিরতে চান আদিত্য? যদিও অনেকে মনে করছেন, ছবি নিয়ে আলোচনা করতেই এক হয়েছিলেন আদিত্য-শ্রদ্ধা। অন্যদিকে, সদ্য সোশ্যাল মিডিয়ায় প্রেম-বিচ্ছেদ নিয়ে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন অনন্যা। 'কফি উইথ কর্ণ'-তে আসার পরেস অনন্যা-আদিত্যর সম্পর্ক ছিল বলিউডে ওপেন সিক্রেট। সেই সম্পর্কে কি এবার ছেদ পড়ল? উত্তর জানতে চান অনুরাগীরা সবাই।