'ইংলিশ ভিংলিশ' - এক মায়ের আত্মবিশ্বাস ফিরে পাওয়া বা বলা ভাল তৈরি করার গল্প বলে এই ছবি। মায়ের চরিত্রে শ্রীদেবী মন জয় করেন।
ABP Ananda

'ইংলিশ ভিংলিশ' - এক মায়ের আত্মবিশ্বাস ফিরে পাওয়া বা বলা ভাল তৈরি করার গল্প বলে এই ছবি। মায়ের চরিত্রে শ্রীদেবী মন জয় করেন।



'থপ্পড়' - তাপসী পন্নু অভিনীত এই ছবি কেবল মায়েদের নয়, সকল নারীর দেখা উচিত। গার্হস্থ্য হিংসা এবং একটি 'থাপ্পড়'ও যে অত্যাচারের সমান, তা শেখায় এই ছবি।
ABP Ananda

'থপ্পড়' - তাপসী পন্নু অভিনীত এই ছবি কেবল মায়েদের নয়, সকল নারীর দেখা উচিত। গার্হস্থ্য হিংসা এবং একটি 'থাপ্পড়'ও যে অত্যাচারের সমান, তা শেখায় এই ছবি।



'মম' - থ্রিলার ছবি। মায়ের চরিত্রে শ্রীদেবী। মেয়ের জন্য ন্যায় বিচারে বেরিয়ে মায়ের লড়াইয়ে সামিল হন দর্শকও।
ABP Ananda

'মম' - থ্রিলার ছবি। মায়ের চরিত্রে শ্রীদেবী। মেয়ের জন্য ন্যায় বিচারে বেরিয়ে মায়ের লড়াইয়ে সামিল হন দর্শকও।



'বধাই হো' - এক যুবকের জীবন ওলটপালট হয়ে যায় যখন তাঁর মা ফের অন্তঃসত্ত্বা হয়। রসবোধ ও আবেগের সঠিক মিশ্রণ এই ছবি।

'বধাই হো' - এক যুবকের জীবন ওলটপালট হয়ে যায় যখন তাঁর মা ফের অন্তঃসত্ত্বা হয়। রসবোধ ও আবেগের সঠিক মিশ্রণ এই ছবি।



'ডার্লিংস' - সমাজের তোয়াক্কা না করে মেয়েকে গার্হস্থ্য হিংসা থেকে বাঁচানোর ক্ষমতা রাখেন এই মা। ডার্ক কমেডি ঘরানার এই ছবিতে আলিয়া-শেফালি জুটি অনবদ্য।



'পা' - ১৩ বছর বয়সী বিরল রোগাক্রান্ত সন্তানের গল্প বললেও তার জন্য সিঙ্গল মায়ের লড়াই ভোলার নয়। অভিনয়ে বিদ্যা বালান।



'সিক্রেট সুপারস্টার' - ২০১৭ সালে মুক্তি পায় এই ছবি। মেয়ের স্বপ্নপূরণের জন্য এক মায়ের আত্মত্যাগের গল্প দেখায় এই ছবি।



'মিমি' - সারোগেসি করতে গিয়ে যদি সেই সন্তানকে নিজের মতো বড় করতে হয়! তারপর কী হয়? মাতৃত্বের মিষ্টি গল্প বলে কৃতী শ্যাননের ছবি।



'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' - রানি মুখোপাধ্যায় অভিনীত এই ছবি। বিদেশের মাটিতে এক মায়ের থেকে দুই শিশুকে আলাদা করে দেওয়া ও সেই লড়াই জয় করার গল্প।



'হেলিকপ্টার ইলা' - মা ও ছেলের গল্প। মায়ের চরিত্রে কাজল। ছেলেকে নিয়ে বেশি চিন্তিত মায়ের গল্প অভিভাবকত্বের আবেগে ভরপুর।