মেয়ের জীবনের সবকিছুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মায়ের বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া ও মা মধু চোপড়ার সম্পর্কও গভীর মেয়ের স্বপ্নকে নিজের স্বপ্ন করে নিয়েছিলেন মধু কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন, প্রিয়ঙ্কার সবকিছু জানেন তাঁর মা এবার প্রিয়ঙ্কার সঙ্গে নাম জড়ানো নায়কদের নিয়েও মুখ খুললেন মধু বলিউডে কে কেমন মানুষ একটি সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় সলমন খানকে 'ট্রু জেন্টলম্যান' বলে উল্লেখ করেন মধু প্রিয়ঙ্কার সঙ্গে নাম জড়ানো শাহরুখকে মধু উল্লেখ করেন পাকা 'ব্যবসায়ী' হিসেবে একই উপমা তিনি ব্যবহার করেন অক্ষয় কুমারের ক্ষেত্রেও রণবীর কপূরকে মধু 'বাধ্য ছেলে' বলে উল্লেখ করেন আলিয়া ভট্টকে মিষ্টি মেয়ে, রণবীর সিংহকে ছটফটে বলে উল্লেখ করেন