মুঞ্জ্যা: শর্বরী ওয়াঘ অভিনীত হরর কমেডি ঘরানার এই ছবি ৭ জুন মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।



গুল্লক সিজন ৪: টিভিএফের অত্যন্ত প্রশংসিত ওয়েব সিরিজ আসছে চতুর্থ সিজন নিয়ে। সোনি লিভে দেখা যাবে ৭ জুন থেকে।



চন্দু চ্যাম্পিয়ন: কার্তিক আরিয়ান অভিনীত এই ছবির পরিচালক কবীর খান। ১৪ জুন মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।



রায়ন: ধনুশ পরিচালিত ও অভিনীত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ১৩ জুন।



ইশক উইশক রিবাউন্ড: পুরনো প্রেমের ছবির দ্বিতীয় ভাগ, নতুন মোড়কে তৈরি রমেশ তৌরানির ছবি মুক্তি পাবে ২১ জুন।



কল্কি ২৮৯৮ এডি: প্রভাস, দীপিকা ও অমিতাভ বচ্চন অভিনীত কল্পবিজ্ঞান ঘরানার বহুপ্রতীক্ষিত ছবি প্রেক্ষাগৃহে আসছে ২৭ জুন।



জাট অ্যান্ড জুলিয়েট ৩: দিলজিৎ দোসানজ অভিনীত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৮ জুন।



কোটা ফ্যাক্টরি সিজন ৩: টিভিএফের বহুল চর্চিত ও প্রশংসিত সিরিজ ফিরছে তৃতীয় সিজন নিয়ে নেটফ্লিক্সে ২৮ জুন।



কুড়ি হরিয়ানে ওয়াল দি: অ্যামি ভির্ক ও সোনম বাজওয়া অভিনীত রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি প্রেক্ষাগৃহে আসবে ১৪ জুন।



মন্থন (পুনরায় মুক্তি): স্মিতা পাতিল, নাসিরউদ্দিন শাহ অভিনীত শ্যাম বেনেগালের সিনেমা বাছাই করা প্রেক্ষাগৃহে দেখা যাবে ১ জুন থেকে।