নানা ধরনের পোশাক পরে চমকে দেন উরফি জাভেদ।



তাঁর ড্রেসিং সেন্সের সঙ্গে অনেকেই পরিচিত।



তবে এবার আশ্চর্যজনকভাবে পোশাকে জুড়ল পাখি।



আস্ত দুটি পাখি তার কাঁধের দুপাশে উড়ছে।



আসল নয়, নকল পাখি। কিন্তু ডানা মেলে দারুণ উড়ছে।



আর সেই দুই পাখিকে নিয়েই কালো পোশাকে সাজলেন উরফি।



উরফির এই নতুন লুকে নেটপাড়া কুপোকাত।



ইনস্টাগ্রামে জনৈক নেটিজেন লেখেন, 'সৃজনশীলতার চূড়ান্ত'।



উরফির দুই কাঁধ থেকে যেন উঠে গিয়েছে দুটি কালো ডাল।



আর সেই ডালেই উড়ে চলেছে দুটি কালো যান্ত্রিক পাখি।