৩ এপ্রিল ৩৭ পূর্ণ করলেন অভিনেতা বিক্রান্ত মাসে। এক ঝলকে তাঁর অন্যতম সেরা ৫ ছবি দেখে নেওয়া যাক।



'12th ফেল' - সমালোচকদের দাবি এই ছবি নিঃসন্দেহে অভিনেতার শ্রেষ্ঠ কাজ।



বিক্রান্ত সমালোচকদের দ্বারা প্রশংসিত '12th ফেল'-এ একজন অনুপ্রেরণাদায়ক বাস্তব জীবনের অর্জনকারীর অনায়াসে চিত্রায়নের মাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন।



'হসিন দিলরুবা' - রোম্যান্টিক থ্রিলার ঘরানা এই সিনেমা সম্পর্কের বিশেষ জটিলতা নিয়ে তৈরি।



কোনও চরিত্রে প্রাণ কীভাবে ঢালা যায় তা এই ছবিতে প্রমাণ করেছেন বিক্রান্ত।



'মির্জাপুর' - ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম প্রতীক্ষিত ও প্রশংসিত সিরিজ এটি।



দুর্বলতার মুহূর্ত এবং অ্যাকশনের মধ্যে নিজেকে কীভাবে অনায়াসে নিয়ে যাওয়া-আসা করা যায় তা শেখার মতো।



'লভ হস্টেল' - যে ধরনের সিনেমা বা চরিত্রে তাঁকে দেখা যায় তার থেকে খানিকটা আলাদা।



মুসলিম ছেলের চরিত্রে তিনি একেবারে যথাযথ এই ছবিতে। তাঁর বিপরীতে ছিলেন সানিয়া।



'ডেথ ইন দ্য গঞ্জ' - অ্যাটমোস্ফেরিক থ্রিলার ঘরানার এই ছবিতে বিক্রান্তের 'সাংঘাতিক' অভিনয় তাঁর চরিত্রের অন্তরের ঝড় ও সমস্যার নিখুঁত বহিঃপ্রকাশ।