'অনুপমা'-র হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি.. বাঙালি এই অভিনেত্রী এখন বলিউডে বেশ জনপ্রিয়।



রূপালি গঙ্গোপাধ্যায় সদ্য উদযাপন করলেন তাঁর জন্মদিন, তবে একটু অন্যভাবে, প্রিয় মানুষদের সঙ্গে।



রূপালি পোষ্য ভালবাসেন, একাধিক প্রাণীরক্ষা সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।



রূপালির জন্মদিনে তাঁর জন্য নয়, পথকুকুরদের জন্য আনা হল বিশেষ কেক।



কেক কেটে নিজের হাতে আদরের পোষ্যদের খাইয়ে দিলেন রূপালি।



রূপালির আবেদন, তাঁকে উপহার দেওয়ার বদলে সেই টাকা তাঁর অনুরাগীরা যেন পথকুকুরদের খাওয়ানোর জন্য খরচ করেন



'অনুপমা'-র এই ভিডিও দেখে তাঁকে 'এঞ্জেল' অর্থাৎ দেবদূত আখ্যা দিয়েছেন নেটিজেনরা।



রূপালি জন্মদিনে নাকি তাঁর শ্যুটিং সেটে এসেই প্রণাম করবেন কারণ কাজই তাঁর ঈশ্বর।



কেবল জন্মদিন নয়, চিরকালই পশুদের ভালবাসেন রূপালি। তাঁর 'বায়ো'-তেও তাই লেখা রয়েছে।