'কান'-এর লাল গালিচায় দ্যুতি ছড়িয়ে অবশেষে মুম্বই ফিরলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কপূর।

Published by: ABP Ananda
Image Source: Manav Manglani

এই প্রথমবার 'কান'-এর লাল গালিচায় পা রাখলেন জাহ্নবী। আর প্রথমবার পা রেখেই মন জয় করেছেন তিনি

Image Source: Manav Manglani

আর চর্চিচ প্রেমিকাকে বিমানবন্দর থেকে নিতে হাজির হয়েছিলেন জাহ্নবীর চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়া

Image Source: Manav Manglani

জাহ্নবীকে বিমানবন্দর থেকে নিতে এসেছিলেন শিখর পাহাড়িয়া ও নায়িকার বোন খুশি কপূর।

শিখরের সঙ্গে সম্পর্ক নিয়ে আর তেমন রাখঢাক করেন না জাহ্নবী। বিভিন্ন অনুষ্ঠানে শিখরের সঙ্গেই পৌঁছন তিনি।

Image Source: Manav Manglani

এই প্রথম 'কান'-এর লাল গালিচায় পা রাখলেন জাহ্নবী, জিতে নিলেন দর্শকদের মন।

Image Source: Manav Manglani

তবে পরে জানা যায়, কেবল বিমানবন্দরে নয়, 'কান' এই জাহ্নবীর সঙ্গে গিয়েছিলেন শিখর পাহাড়িয়া

Image Source: Manav Manglani

ফেরার সময় জাহ্নবীকে নিতে আগেভাগেই বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন শিখর।

Image Source: Manav Manglani

জাহ্নবী আর শিখরের প্রেম এখন ওপেন সিক্রেট। এখন প্রত্যেকেই প্রত্যাশায় রয়েছেন কবে বিয়ে করবেন এই দুই তারকা

Image Source: Manav Manglani

আগামীকে জাহ্নবীকে সিদ্ধার্থ মলহোত্রর বিপরীতে নতুন সিনেমায় দেখা যাবে

Image Source: Manav Manglani