চুল উঠছে? শুষ্ক হয়ে পড়েছে চুলগুলো? বিশেষ যত্ন নিতে গিয়ে হিমশিম? জেনে নিতে পারেন করিনা কপূর খান কীভাবে চুল ভাল রাখেন। সাধারণ মানুষের মতোই চুল নিয়ে নানা সমস্যায় পড়েন নায়িকাও। তবে সাধারণ কিছু নিয়ম তিনি মেনে চলেন, যাতে চুলের ঔজ্জ্বল্য কখনও ফিকে না হয়। চুলে তেল দিতে ভোলেন না বেবো। গোটা রাত মাথায় ভাল করে তেল মেখে রাখেন করিনা। গরম তেলের মালিশও বেশ পছন্দ করেন অভিনেত্রী। তাতে চুলের পাশাপাশি স্ক্যাল্পেও পুষ্টির সঞ্চার হয়। চুলে তেল একমাত্র ভারতীয় পদ্ধতিতে চুলের যত্ন নেওয়ার অন্যতম পন্থা বলে করেন না তিনি, এতে সত্যিই চুলের প্রবল উপকার হয়। চুল পড়ার সমস্যায় ভোগেন যাঁরা, বিশেষত গর্ভাবস্থায়, তাঁরা চুলে সারারাত তেল দিয়ে রাখতে পারেন। সমস্যার সমাধান মিলবে। স্নানের সময় 'হেয়ার মাস্ক' দিয়ে ভাল করে চুল কন্ডিশনিং করা উচিত। তাতে বিবর্ণ চুলে ফিরে আসবে স্বাস্থ্যের ঔজ্জ্বল্য। প্রতি ২-৩ দিন অন্তর চুলে শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করেন বেবো। এতে নিয়মিত সেন্ট বোটানিকা হেয়ার মাস্ক রাখেন তিনি। চুলে যে কোনও স্টাইলিং যেমন স্ট্রেটনিং বা কার্লিং ইত্যাদি করার আগে 'হিট প্রোটেকশন' ব্যবহার করেন অভিনেত্রী। চুলে দ্রুত চমক ও ঔজ্জ্বল্য আনার জন্য সিরাম ব্যবহার করেন করিনা। শ্যুটিংয়ের দিনে চটপট কাজ করে এই সিরামের ব্যবহার যা পুষ্টিও জোগায় চুলে।