'পুষ্পা ২' মুক্তির অপেক্ষায়, কিন্তু এখনও কাজ বাকি ছবির। সূত্রের খবর, ছবির আইটেম সং নিয়ে চলছে জোর আলোচনা। আগেই শোনা গিয়েছিল অল্লু অর্জুন অভিনীত এই ছবিতে এবার আইটেম গানে পর্দায় আগুন ধরাতে উপস্থিত হবেন তৃপ্তি দিমরি। এই খবর শুনে বেশ উচ্ছ্বসিতই ছিলেন দর্শক। 'পুষ্পা'র 'উ আন্তাভা' গানের রিমিক্স হিসেবে তৈরি হতে পারে নতুন গানটি। 'অ্যানিম্যাল' ছবির হাত ধরে তৃপ্তির আকাশছোঁয়া খ্যাতিকেই নাকি নির্মাতারা এই ছবির গানে ব্যবহারের কথা ভাবছিলেন বলে খবর। যদিও ঘনিষ্ঠ সূত্রে খবর, এই গানের জন্য নাকি অডিশন দেন তৃপ্তি, কিন্তু তা মনে দাগ কাটেনি নির্মাতাদের। পরিচালক সুকুমারের নাকি মনে হয়েছে পর্দায় 'আইটেম গার্ল' হিসেবে দর্শককে 'প্রলুব্ধ' করার ক্ষেত্রে খানিক দুর্বল তৃপ্তির পরিবেশনা। প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে 'ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও' ছবিতে তৃপ্তির 'মেরে মেহবুব' গানটি, যার পরে বেশ ট্রোলড হয়েছেন অভিনেত্রী। নতুন গানে দর্শকের এমন প্রতিক্রিয়া দেখেই কি সিদ্ধান্ত বদল 'পুষ্পা ২' নির্মাতাদের? তবে যদি 'পুষ্পা ২' ছবিতে তৃপ্তি কাজ করেন তবে এটি তাঁর কেরিয়ারের সর্বপ্রথম আইটেম গানে পারফর্ম্যান্স হতে চলেছে। 'পুষ্পা'র বিপুল সাফল্যের পর দর্শক অধীর আগ্রহে অপেক্ষায় 'পুষ্পা ২' মুক্তির। সামান্থার বদলে এবার আইটেম ডান্সার কে হন, সেটাই দেখার!