'বাঙালি লড়ে, বাঙালি গড়ে, বাঙালি আজও দাদাগিরি করে', এই ট্যাগলাইন এতদিনে প্রত্যেক বাঙালির খুবই চেনা।



সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত বাংলা টেলিভিশনের প্রথম সারির, অত্যন্ত জনপ্রিয় ক্যুইজ শো 'দাদাগিরি ১০'।



শেষ হতে চলেছে 'দাদাগিরি'র দশম সিজনের পথচলা। ৫ মে অর্থাৎ আগামীকাল দেখা যাবে গ্র্যান্ড ফিনালে।



রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে জি বাংলায় দেখা যাবে ফাইনাল পর্ব।



'দাদাগিরি'র ফাইনাল পর্বে প্রত্যেকবারের মতোই ৬ জেলার প্রতিযোগীদের 'দাদাগিরি' দেখা যাবে।



নাচে গানে ঝাঁ চকচকে অনুষ্ঠানের মধ্যমণি অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায়। থাকবে একাধিক প্রোগ্রাম।



এবারের অনুষ্ঠানে প্রথমবার থাকবে ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর দলের বিশেষ পারফর্ম্যান্স। ইতিমধ্যেই তার ঝলক এসেছে প্রকাশ্যে।



প্রকাশ্যে যে ঝলক এসেছে তা থেকেও এও স্পষ্ট যে 'দাদাগিরি'র গ্র্যান্ড ফিনালের মঞ্চে আসবেন 'পাশবালিশ'-এর কাস্টও।



দেখা যাবে জি বাংলা চ্যানেলের একাধিক ধারাবাহিকের অজস্র চেনা মুখকে। থাকবে গানের অনুষ্ঠানও।



গত বছর শেষের দিকে, ৬ অক্টোবর থেকে শুরু হয় 'দাদাগিরি ১০'-এর টেলিকাস্ট। সেই সিজন শেষ হচ্ছে ৫ মে।