সংশোধনাগারে থেকেও, জ্যাকলিন ফার্নান্ডেজের জন্য সুকেশ চন্দ্রশেখরের প্রেমে কখনোই ভাটা পড়েনি।



জ্যাকলিনকে 'বেবি গার্ল' বলেই সম্বোধন করেন সুকেশ, সংশোধনাগার থেকেই পাঠান প্রেমের চিঠিও।



তবে প্রেমদিবস উপলক্ষ্যে জ্যাকলিনকে একটা উপহার দিয়ে চমকে দিয়েছেন সুকেশ!



কি সেই উপহার? জানা যাচ্ছে, প্রেমদিবসে জ্যাকলিনকে একটি উড়োজাহাজ উপহার দিয়েছেন সুকেশ



সেই উড়োজাহাজের নামও রেখেছেন সুকেশ। জ্যাকলিনের নামের আদ্যাক্ষর। (জে এফ)



দু’পাতার চিঠিতে সুকেশ লিখেছেন, 'বেবি গার্ল, তোমাকে প্রেম দিবসের শুভেচ্ছা'



'এই বছরটা খুব ভাল ভাবে শুরু হয়েছে। আমাদের দু’জনের জীবনেই ভাল কিছু ঘটছে'



'আমাদের কিছু মাত্র পথ হাঁটা বাকি। তার পরেই সারা জীবন প্রতি বছর আমরা প্রেম দিবস একসঙ্গে কাটাব।'



আর এই কথা থেকেই শুরু হয়েছে চর্চা, তবে কি জ্যাকলিনের সঙ্গে বিবাহ করতে চলেছে সুকেশ?