আখের রস ছোট থেকে বড়... সবার মধ্যেই একটা খুব জনপ্রিয় খাবার। সবাই ভালবাসেন আখের রস খেতে।

Published by: ABP Ananda
Image Source: pexels

নরম পানীয় ছেড়ে গরমে অনেকেই বেছে নেন আখের রস। তৃষ্ণা মেটানোর সঙ্গে সঙ্গে এটি বেশ উপকারীও।

Image Source: pexels

শরীরে জলের অভাব দূর করে আখের রস, সঙ্গে সঙ্গে ডিহাইড্রেশনের মতো সমস্যা থেকেও বাঁচায়।

Image Source: pexels

তবে শরীরে কিছু কিছু সমস্যা ও রোগ থাকলে, আখের রস পান করা একেবারেই উচিত নয়।

Image Source: pexels

কোন কোন রোগ থাকলে আখের রস খাওয়া একেবারেই উচিত নয়? জেনে নেওয়া যাক।

Image Source: pexels

যাদের ডায়বেটিস বা মধুমেহ রোগ রয়েছে, তাঁদের আখের রস খাওয়া একেবারেই উচিত নয়।

Image Source: pexels

আখের রসে স্বাভাবিক শর্করার পরিমাণ বেশি থাকে, যা রক্তের শর্করার মাত্রা দ্রুত বাড়াতে পারে।

Image Source: pexels

যাঁদের রক্তচাপ কম বা লো ব্লাড প্রেসার আছে তাদেরও আখের রস খাওয়া উচিত না।

Image Source: pexels

আখের রস রক্তচাপ কমাতে সাহায্য করে, যার কারণে মাথা ঘোরা এবং দুর্বলতা অনুভব হতে পারে।

Image Source: pexels

মোটা হয়ে যাওয়া নিয়ে চিন্তিত ব্যক্তিদেরও আখের রস পান করা উচিত নয়, কারণ এতে ক্যালোরি এবং চিনি প্রচুর পরিমাণে থাকে যা ওজন বাড়াতে পারে।

যাঁদের ওজন বৃদ্ধির সমস্যা রয়েছে, মোটা হয়ে যাচ্ছেন, তাঁরা আখের রস এড়িয়ে চলুন। আখের রসে প্রচুর ক্যালোরি থাকে যা ওজন বাড়ায়।

Image Source: pexels

কিডনির রোগে আক্রান্ত হলে আখের রস পান করা উচিত না। আখের রসে পটাসিয়ামের পরিমাণ বেশি থাকে যা কিডনির জন্য ক্ষতিকারক

Image Source: pexels