তাঁর বিয়ের বছর ঘুরেছে। বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি তাঁরা। সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী।



তবে সদ্য করা ফটোশ্যুট দেখে কিয়ারা আডবাণীকে নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা



সদ্য একটি কালো পোশাকে ফটোশ্যুট সেরেছেন কিয়ারা। পোশাকটি ওভারসাইজড।



আর সেই ছবি দেখে অনেকেই মনে করছেন, বেবি বাম্প লুকনোর জন্যই নাকি এই ধরণের পোশাক বেছে নিয়েছেন কিয়ারা।



কিয়ারা আডবাণী অন্তঃসত্ত্বা এই গুঞ্জন শোনা গিয়েছে বারে বারেই। তবে সবসময়েই তা উড়িয়ে দিয়েছেন কিয়ারা।



কিন্তু একবার অভিনেত্রী বলেছিলেন, বিয়ের পরে তিনি খুব তাড়াতাড়ি মা হতে চান।



কারণ হিসেবে কিয়ারা বলেছিলেন, অন্তঃসত্ত্বা হলে তিনি যখন যা ইচ্ছে খেতে পারবেন। সেটাই একমাত্র কারণ।



অনেকেই বলেছেন, কিয়ারার বেবিবাম্প বোঝা যাচ্ছে কালো পোশাকের ওপর দিয়ে।



তবে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খোলেননি কিয়ারা আডবাণী।



অনুরাগীদের তবু প্রত্যাশা, খুব তাড়াতাড়ি সুখবর দেবেন কিয়ারা।