বলিউডের প্রথম
সুপারস্টার রাজেশ খন্না


অথচ শেষজীবন না কি
অত্যন্ত করুণ ছিল!


মুখ খুললেন
অনিতা আডবানি


অনিতা রাজেশের
একদা বান্ধবী


অনিতা জানালেন, সারাদিন
শুধু কাঁদতেন রাজেশ


মানসিক ও শারীরিক ভাবে
শেষ হয়ে গিয়েছিলেন অভিনেতা


নিজেই যেন মৃত্যুকে
ডেকে এনেছিলেন রাজেশ


নিজেই নিজের মৃত্যুকামনা
করতেন না কি অভিনেতা!


অনিতা জানিয়েছেন, ১৫০ কোটির বাংলোকে
মিউজিয়াম করতে চেয়েছিলেন রাজেশ


কিন্তু মৃত্যুর পর সেই বাংলো
ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়


আগেও ডিম্পল-টুইঙ্কল-অক্ষয়দের
দিকে আঙুল তোলেন অনিতা


শেষ কয়েক বছর রাজেশের সঙ্গে
তিনিই থাকতেন বলে জানা যায়


কিন্তু রাজেশের মৃত্যুর পর তাঁকে
অসম্মান করা হয় বলে অভিযোগ