সম্প্রতি Mrs. ছবির জন্য প্রশংসায় ভাসছেন অভিনেত্রী সানয়্যা মলহোত্র। অভিনেত্রী সম্পর্কে এই তথ্যগুলি কিন্তু জানেন না অনেকেই



অভিনয়েই প্রথম রোজগার নয়, এর আগেও উপার্জন করতেন সানয়্যা। সেটা কিসে?



দিল্লিতে একজন নৃত্যশিল্পী ও নৃ্ত্যশিক্ষক ছিলেন সানয়্যা, সেটাই তাঁর প্রথম উপার্জন ছিল। পরে আসেন অভিনয়ে।



Secret Superstar-এর জন্য প্রথম একটি নাচ কোরিওগ্রাফ করেছিলেন তিনি। সেটাই ছিল তাঁর রুপোলি পর্দার সঙ্গে যোগ।



২০১৩ সালে Dance India Dance-এর জন্য অডিশন দিয়েও বাতিল হয়ে যান সানয়্যা।



কারণ হিসেবে সানয়্যাকে বলা হয়েছিল, তাঁর নাচের দুনিয়ায় আসার যে গল্প, সেটা দর্শকদের আকর্ষণীয় বলে মনে হবে না।



মুম্বইতে এসে, প্রথমেই সিনেমা নয়, টেলিভিশনে কমার্শিয়ালের জন্য অডিশন দিতে শুরু করেন সানয়্যা



মুকেশ ছাবড়া তাঁকে প্রথম সিনেমায় কাজের সুযোগ করে দিয়েছিলেন।



২০১৬ সালে 'দঙ্গল' ছবিতে ববিতা ফোগতের চরিত্রে প্রথম বড়পর্দায় ডেবিউ করেন সানয়্যা



ব্যালে ও কনটোম্পারারি নাচে বিশেষ দক্ষতা রয়েছে সানয়্যার।