ABP Ananda


শ্রেয়া ঘোষাল এখন সমস্ত রকমের গান গাইতে পছন্দ করেন না। তিনি এখন খুব বেছে বেছে গান করেন।


ABP Ananda


তবে একটা সময়ে শ্রেয়া প্রায় সমস্ত রকমের গানই গাইতেন। সেই সময়ে গাওয়া গানগুলোর জন্য এখন নাকি লজ্জিত শ্রেয়া।


ABP Ananda


শ্রেয়ার একসময়ের গাওয়া গান 'চিকনি চামেলি' এখনও ঘোরে দর্শকদের মুখে মুখে। তবে এই গান গাওয়ার জন্যই এখন লজ্জিত শ্রেয়া!


ABP Ananda


শ্রেয়ার মতে এই ধরণের গানগুলিতে মেয়েদের পণ্য হিসেবে দেখানো হয়েছে।


ABP Ananda


এই ধরণের গান যদি বাচ্চারা গায়, তাহলে শ্রেয়া লজ্জিত হন। বাচ্চাদের মুখে এইসব গান মানায় না।


ABP Ananda


শ্রেয়ার মতে, বাচ্চারা হয়তো না বুঝেই গাইছে, কিন্তু এই ধরণের গান তাঁদের মুখে মানায় না।


ABP Ananda


শ্রেয়া বর্তমানে এই ধরণের গান গান না। সমস্ত রকমের গান গাওয়া থেকে তিনি এখন নিজেকে সরিয়ে নিয়েছেন।


ABP Ananda


তবে এতে শ্রেয়ার জনপ্রিয়তা এতটুকুও কমেনি। এখনও একই রকম শ্রেয়ার জনপ্রিয়তা।


ABP Ananda


শ্রেয়ার নিজের এক সন্তান রয়েছে। গান গাওয়ার সময় তাই রুচির কথাও মাথায় রাখেন শ্রেয়া।



শ্রেয়া ঘোষালের কনসার্টে এখনও রেকর্ড ভিড় হয়, কিন্তু তিনি আর এই ধরণের গান গান না।