তাঁদের বয়সের ফারাক নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই কিন্তু নিন্দুকের মুখে ছাই দিয়ে দিব্যি সংসার করছেন তারকা দম্পতি শাহিদ কপূর এবং মীরা রাজপুতের সংসার তাঁদের দুই সন্তানকে নিয়ে বিয়ের একদশকের মাথায় মুম্বইয়ে নয়া আশিয়ানা কিনলেন তাঁরা মায়ানগরীতে ৫৮ কোটি টাকা মূল্যের একটি অ্যাপার্টমেন্ট কিনছেন ওরলিতে ৫৬১৪ স্কোয়্যার ফুটের অ্যাপার্টমেন্টের স্ট্যাম্প ডিউইটিই ১. ৭৫ কোটি টাকা অ্যাপার্টমেন্টের সঙ্গে তিন-তিনটি পার্কিং স্পেসও কিনছেন শাহিদ-মীরা চলতি সপ্তাহেই চুক্তি স্বাক্ষর করেছেন শাহিদ এবং মীরা ছবি চয়নে শাহিদকে নাকি সাহায্য করেন স্ত্রী মীরা জীবনের প্রতিটি সিদ্ধান্তও দু'জনে মিলেই নেন তাঁরা