ছোটপর্দায় 'মিঠাই' ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছেন তিনি।



ইতিমধ্যেই ওয়েব সিরিজ 'কালরাত্রি'-তে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি।



তবে 'কালরাত্রি'-র রহস্য রয়ে গিয়েছিল অসমাপ্তই। অনুরাগীদের আশা, সেই রহস্য সমাধান হবে আগামী সিজনে



সেই কারণেই অনেকে তাকিয়ে রয়েছেন কবে আসবে 'কালরাত্রি ২'



SVF -এর ঘোষণায় জানা গেল, খুব তাড়াতাড়িই আসতে চলেছে 'কালরাত্রি ২'



পরিচালক হিসেবে থাকছেন সেই অয়ন চক্রবর্তীই । মুখ্যভূমিকায় থাকছেন সৌমিতৃষা কুণ্ডু



অনুরাগীদের আশা, নতুন ওয়েব সিরিজে সমাধান হবে সমস্ত রহস্যের।



এছাড়াও সামনেই মুক্তি পাচ্ছে সৌমিতৃষার নতুন ছবি '১০ই জুন'।



'গল্পের পার্বণ ১৪৩২' -উৎসবে সদ্য ঘোষণা হয়েছে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজের।



তার মধ্যেই যে সিরিজের জন্য দর্শকেরা অপেক্ষা করে রয়েছেন, সেটি হল 'কালরাত্রি ২'