দেখতে এক্কেবারে বিদ্যা বালনের মতোই। কিন্তু নায়িকা বলছেন, এ নাকি তিনি নন!



ব্যাপারটা কী? আসলে গোটাটাই কৃত্তিম বুদ্ধিমত্তার কারসাজি!



বিদ্যা বালনের দাবি, তাঁর নকল ভিডিও বানিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।



বিদ্যা বালান তাঁর অনুরাগীদের সতর্ক করেছেন, কেউ যেন এই ফাঁদে পা না দেন।



এই প্রথম নয়, এর আগেও একাধিক তারকাদের এমন নকল ভিডিও বানিয়ে প্রচার চালানো হয়েছে।



বিদ্যা বালন তাঁর অনুরাগীদের সতর্ক করেছেন, কেউ যেন এই ভিডিও দেখে ভুল না করেন যে এটা আসল বিদ্যা বালন



বিদ্যার অনুরাগীরা তাঁর এই কথায় সতর্ক হয়েছেন। অনেকেই রিপোর্ট করেছেন ভিডিওটির বিরুদ্ধে।



বিদ্যার নকল ভিডিও তৈরি করে আসলে নেটমাধ্যমে ছড়িয়ে দিয়েছিল কেউ



বিদ্যা বালন তা জানতে পেরেই অনুরাগীদের সতর্ক করে দিয়েছেন।



বিদ্যার হাতে এখন একাধিক নতুন ছবির কাজ রয়েছে