ABP Ananda


দেখতে এক্কেবারে বিদ্যা বালনের মতোই। কিন্তু নায়িকা বলছেন, এ নাকি তিনি নন!


ABP Ananda


ব্যাপারটা কী? আসলে গোটাটাই কৃত্তিম বুদ্ধিমত্তার কারসাজি!


ABP Ananda


বিদ্যা বালনের দাবি, তাঁর নকল ভিডিও বানিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।


ABP Ananda


বিদ্যা বালান তাঁর অনুরাগীদের সতর্ক করেছেন, কেউ যেন এই ফাঁদে পা না দেন।


ABP Ananda


এই প্রথম নয়, এর আগেও একাধিক তারকাদের এমন নকল ভিডিও বানিয়ে প্রচার চালানো হয়েছে।


ABP Ananda


বিদ্যা বালন তাঁর অনুরাগীদের সতর্ক করেছেন, কেউ যেন এই ভিডিও দেখে ভুল না করেন যে এটা আসল বিদ্যা বালন


ABP Ananda


বিদ্যার অনুরাগীরা তাঁর এই কথায় সতর্ক হয়েছেন। অনেকেই রিপোর্ট করেছেন ভিডিওটির বিরুদ্ধে।


ABP Ananda


বিদ্যার নকল ভিডিও তৈরি করে আসলে নেটমাধ্যমে ছড়িয়ে দিয়েছিল কেউ


ABP Ananda


বিদ্যা বালন তা জানতে পেরেই অনুরাগীদের সতর্ক করে দিয়েছেন।



বিদ্যার হাতে এখন একাধিক নতুন ছবির কাজ রয়েছে