ক্রাইম ঘরানার সিনেমা-সিরিজ দেখতে ভালবাসেন? সপ্তাহান্তে দেখে ফেলুন এই ছবিগুলি।
abp live

ক্রাইম ঘরানার সিনেমা-সিরিজ দেখতে ভালবাসেন? সপ্তাহান্তে দেখে ফেলুন এই ছবিগুলি।

Published by: ABP Ananda
নেটফ্লিক্সে পাবেন 'সেক্টর ৩৬'। বিক্রান্ত মাসে অভিনীত এই ছবি গায়ে কাঁটা ধরাবে।
abp live

নেটফ্লিক্সে পাবেন 'সেক্টর ৩৬'। বিক্রান্ত মাসে অভিনীত এই ছবি গায়ে কাঁটা ধরাবে।

Published by: ABP Ananda
নেটফ্লিক্সেই পাবেন 'জানে জান'। সুজয় ঘোষের এই ক্রাইম ড্রামায় করিনার পাশাপাশি নজর কাড়বেন বিজয় ভার্মা ও জয়দীপ আহলওয়াট।
abp live

নেটফ্লিক্সেই পাবেন 'জানে জান'। সুজয় ঘোষের এই ক্রাইম ড্রামায় করিনার পাশাপাশি নজর কাড়বেন বিজয় ভার্মা ও জয়দীপ আহলওয়াট।

Published by: ABP Ananda
নেটফ্লিক্সের অপর জনপ্রিয় ছবি 'খুফিয়া'। তব্বু, ওয়ামিকা গাব্বি, আলি ফজল অভিনীত ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ।
abp live

নেটফ্লিক্সের অপর জনপ্রিয় ছবি 'খুফিয়া'। তব্বু, ওয়ামিকা গাব্বি, আলি ফজল অভিনীত ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ।

Published by: ABP Ananda
abp live

প্রাইম ভিডিওয় দেখতে পাবেন 'দাহাড়'। সোনাক্ষী সিন্হা, বিজয় ভার্মা, গুলশন দেবাইয়া প্রমুখ রয়েছেন মুখ্য চরিত্রে।

Published by: ABP Ananda
abp live

২০১২ সালে মুক্তি পায় 'তলাশ'। আমির খান, রানি মুখোপাধ্যায়, করিনা কপূর খানকে দেখা যায় মুখ্য চরিত্রে।

Published by: ABP Ananda
abp live

২০১৭ সালে মুক্তি পায় 'মম'। শ্রীদেবীকে মুখ্য ভূমিকায় দেখা যায়। মেয়ের গণধর্ষণের বদলা নিতে কোন কোন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাঁকে?

Published by: ABP Ananda
abp live

২০১৫ সালে মুক্তি পায় 'দৃশ্যম'। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবি ভূয়সী প্রশংসিত হয়। মুখ্য ভূমিকায় অজয় দেবগণ, তব্বু প্রমুখ।

Published by: ABP Ananda
abp live

ভূমি পেডনেকর অভিনীত 'ভক্ষক' দেখতে পাবেন নেটফ্লিক্সে। অল্পবয়সী মেয়েদের পাচার, তাঁদের খবর প্রকাশ্যে আনতে দুই সাংবাদিকের লড়াইয়ের গল্প বলবে এই ছবি।

Published by: ABP Ananda
abp live

নেটফ্লিক্সের জনপ্রিয় ছবি 'হসিন দিলরুবা'। বিবাহ বহির্ভূত সম্পর্ক, দাম্পত্যে টানাপোড়েন, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের গল্প। তাপসী পন্নু, বিক্রান্ত মাসে মুখ্য চরিত্রে।

Published by: ABP Ananda