তিনি বলিউডের অন্যতম ফিট অভিনেত্রী। সারাদিনে কী কী খান নোরা ফতেহি?



সারাদিন কড়া ডায়েটে থাকেন নোরা, তবে তার মধ্যেই বেছে নেন পছন্দমতো খাবার



সকালের জলখাবারে ফল, ডিমের সাদা অংশ, ওটস, কলা ও মধু খান নোরা।



দুপুরের খাবারে পরিমাণ মতো নোরা ভাত, সবজি আর চিকেন খান নোরা।



রাতের খাবারে বিভিন্ন রকম সস্ দিয়ে পাস্তা খান নোরা, সঙ্গে থাকে সবজি।



এছাড়াও রাতের খাবারে চিকেন ও আলুসিদ্ধ খান নোরা ফতেহি। তবে সবটাই পরিমাণ মেপে



কখনও মিষ্টি খেতে ইচ্ছা করলে ফল খান নোরা। এটাই তাঁর সুস্বাস্থ্যের কারণ



সারাদিনে প্রচুর জল খান নোরা। নিজের ত্বক আর চুল ভাল রাখতেও জল ভীষণ জরুরি।



তবে মাঝে মধ্যেই নিয়ম ভেঙে পিৎজা বার্গার ও মিষ্টি খান নোরা ফতেহি



ডায়েটের পাশাপাশি, কড়া শরীরচর্চা করেন নোরা ফতেহি।