মেঘের মতো এক ঢাল চুল ক্যাটরিনা কইফের, কীভাবে নিজের চুলের যত্ন নেন তিনি? শোনা যায়, ক্যাটরিনা কইফের জন্য বিশেষ তেল বানিয়ে দেন তাঁর শাশুড়িমা, সেই তেলই ক্যাটরিনার বিউটি সিক্রেট। ভিকির মায়ের বানানো বিশেষ সেই তেলে কী কী থাকে? দেখে নেওয়া যাক আমলকি, অ্যাভোক্যাডো, পেঁয়াজের সঙ্গে কয়েক রকম এসেনশিয়াল অয়েল মিশিয়ে তৈরি হয় সেই তেল আমলকি চুলের রুক্ষ ভাব দূর করে ও চুলে ঝলমলে জেল্লা এনে দেয়। পিঁয়াজের রস চুলের গোড়া শক্ত করে ও চুল কালো করে। এক এক রকম এসেনশিয়াল অয়েলের এক এক রকম গুণ রয়েছে। সেগুলোই ব্যবহার করেন ক্যাটরিনা শাশুড়িমা। পেশার কারণেই ক্যাটরিনাকে চুলে বিভিন্ন স্টাইলিং করতে হয়। আর তাই, চুল ভাল রাখতে তাঁকে নিয়মিতভাবে তেল মালিশ করতে হয় মাথায়। শাশুড়িমার তৈরি বিশেষ এই তেল ব্যবহার করে উপহার পেয়েছেন বলে জানিয়েছেন ক্যাটরিনা।