বছরভর ব্যস্ততা, শ্যুটিংয়ের কাজ বর্ষবরণে তাই পরিবারকে প্রাধান্য নতুন বছরে তাই পরিবারের সান্নিধ্য উপভোগ স্বামী রণবীর কপূর ও মেয়ে রাহা সঙ্গী ছুটির মুহূর্ত তুলে ধরলেন আলিয়া ভট্ট লিখলেন, 'ভালবাসাই পথ দেখায়' 'বাকি সবকিছু আপনা হতেই পিছু পিছু আসে' ছবিতে আলিয়ার কপালে ঠোঁট ছোঁয়ালেন রণবীর, মিষ্টি রাহা তাঁদের বাহুডোরে, কখনও আবার আকাশ ছোঁয়ার চেষ্টা সঙ্গে দেখা গেল পরিবার এবং বন্ধুবান্ধবদেরও