জাহ্নবী কপূরের অনুরাগী, কিন্তু জাহ্নবীকে নিয়ে এই তথ্যগুলো জানেন কী? জাহ্নবী মুম্বই থেকে স্কুল শেষ করেছেন। পড়াশোনায় ভাল ছিলেন তিনি। এরপরে জাহ্নবী ক্যালিফোর্নিয়া থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করেন। জাহ্নবীর মাতৃভাষা তেলুগু, এছাড়াও জাহ্নবী ভীষণ ভাল ভাবে তামিল বলতে পারেন। একাধিক নায়িকাকেন্দ্রিক ছবিতে অভিনয় করেছেন জাহ্নবী, অনেকেই তাঁকে তাঁর মায়ের সঙ্গে তুলনা করেন ধড়ক ছবির হাত ধরে অভিনয়ের দুনিয়ায় পা রাখেন জাহ্নবী। একবার জাহ্নবী বলেছিলেন, এই ছবির শ্যুটিংয়ের সময় তিনি নাকি মাকে থাকতে দিতেন না পরে জাহ্নবী আফশোস করেছিলেন যে জাহ্নবী পুরো ছবিটা তাঁর মাকে দেখাতে পারেননি। প্রথম ছবি মুক্তির আগেই প্রয়াত হন জাহ্নবীর মা। দুবাইতে একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল শ্রীদেবীর। জাহ্নবী একবার বলেছিলেন, তিনি তাঁর ছোট বোন খুশিকে নিয়ে ভীষণ চিন্তা করেন।