সোশ্যাল মিডিয়ায় ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান মুক্তি পেতেই রোষের মুখে উর্বশী রাউতেলা



এই মিউজিক ভিডিওতে নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে একটি নাচ রয়েছে উর্বশী রাউতেলার।



আর এই গান প্রকাশ্যে আসতেই চূড়ান্ত কটাক্ষের মুখে উর্বশী রাউতেলা। ঠিক কী ঘটেছে?



উর্বশী রাউতেলার সঙ্গে নন্দমুরি বালাকৃষ্ণের বয়সের পার্থক্য অনেকটাই।



নন্দমুরির বয়স ৬৪ অন্যদিকে উর্বশীর বয়স মাত্র ৩০ বছর।



কীভাবে কন্যার বয়সী মহিলার সঙ্গে এমন নাচছেন বর্ষীয়ান অভিনেতা? সেই নিয়েই উঠেছে প্রশ্ন



প্রশ্ন ধেয়ে এসেছে নন্দমুরির দিকেও। ছবির নির্মাতাদের দিকেও আঙুল তুলছেন নেটাগরিকেরা



কীভাবে কেউ এই গান কেউ এভাবে কোরিওগ্রাফি করতে পারে? কেউ আবার লিখেছেন অভিনেত্রীরাই বা কীভাবে রাজি হয়?



আর এক নেটাগরিকের মন্তব্য, “অশালীন নাচ দেখিয়ে কি ছবির অতিরিক্ত আয় হয়?'



‘ডাকু মহারাজ’ নামের এই ছবিতে নন্দমুরি ও উর্বশী ছাড়াও রয়েছেন ববি দেওল, দুলকর সলমন, পায়েল রাজপুত, প্রকাশ রাজ, রণিত রায়-সহ আরও অনেকে