'বিগ বস ওটিটি ৩'-র মঞ্চে আরমান মালিক সপাটে চড় মারলেন তাঁকে। এরপর থেকেই শিরোনামে বিশাল পাণ্ডে। কে এই বিশাল পাণ্ডে? এমনিতেই বিতর্কে ভরপুর এই শোয়ের অন্যতম বড় বিতর্ক এটি। সহ-প্রতিযোগী আরমান মালিকেরহাত থেকে সজোরে চড় খেলেন বিশাল। বিশালের একটি মন্তব্যে রেগে কাঁই আরমান। তাতেই কষিয়ে দেন এক চড়। কী বলেছিলেন এমন তিনি? আরমানের প্রথম স্ত্রীকে পছন্দ বিশালের, তিনি সুন্দরী। এমনই মন্তব্য করেছিলেন বিশাল। যদিও পরে বলেন যে শুধু 'মানুষ হিসেবে সুন্দর' বুঝিয়েছিলেন। এই কথা শুনেই প্রবল ক্ষেপে যান আরমান। তৈরি হয় কঠিন পরিস্থিতির। বিশালকে থাপ্পড় মারলে পরিস্থিতি আরও গুরুতর হয়। এর 'শাস্তি'ও পান আরমান। এই পুরো সিজনজুড়ে তাঁকে শাস্তির জন্য মনোনীত করা হবে বলে জানানো হয়েছে। বিশাল পাণ্ডে পেশায় একজন প্রখ্যাত মডেল, নৃত্যশিল্পী, ইউটিউবার। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ৯.৪ মিলিয়ন। ১৯৯৭ সালের ২১ নভেম্বর উত্তর প্রদেশের জৌনপুরে জন্মগ্রহণ করেছেন বিশাল। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সমীক্ষার সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন বলে খবর। ভারতে 'টিকটক'-এর বাড়বাড়ন্ত যখন হয় তখন বিপুল খ্যাতি লাভ করেন বিশাল। সেখান থেকেই ইউটিউবার ও ইনস্টাগ্রাম ব্যক্তিত্বে পরিণত হন। ২০২২ সালের জনপ্রিয় 'রব্বা মুঝে ইশক হো গয়া' মিউজিক ভিডিওয় দেখা যায় তাঁকে। এছাড়া রাহত ফতেহ আলির 'জরুরি থা ২'-এও দেখা গেছে তাঁকে।