ভালবেসেই বিয়ে করেছিলেন
সহ-অভিনেতা রাজা চৌধরিকে


কিন্তু শ্বেতা তিওয়ারির সুখী
দাম্পত্যের স্বপ্ন অধরাই রয়ে যায়


কেন ছিল রাজার সঙ্গে তাঁর সংসার,
মুখ খুললেন শ্বেতা


মানসিক এবং শারীরিক নির্যাতন ছিলই,
রাজা অন্য নারীর সঙ্গেও নাকি সম্পর্কে জড়ান


একবার নয়, বার বার,
সহ্যের সীমা নাকি ছাড়িয়ে যায়!


কিন্তু সহজে বিয়ে ছেড়ে বেরিয়ে
আসতে পারেননি শ্বেতা


নিজে মোটা টাকা রোজগার করতেন,
তাও নাকি ভয় পেতেন সমাজের


লোকে কী বলবে, মেয়ের বাবাকে পাবে না,
এই চিন্তাই নাকি তাড়িয়ে বেড়াত তাঁকে


কিন্তু অসুখী পরিবারে থাকার চেয়ে
একাকী শান্তির খোঁজ করা ভাল মনে হয়


সেই মতোই মেয়েকে নিয়ে
বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন শ্বেতা


পরেও ধাক্কা খেয়েছেন যদিও,
তবে জোর পেয়েছেন মনে