পৃথিবীর অন্যতম ধনী পরিবারের বধূ তিনি অর্থ, প্রতিপত্তিতে নিজেও কম যান না শ্লোকা মেহতা আম্বানি কিন্তু শ্লোকাও কি অভিনেত্রী করিনা কপূরের অনুরাগী? দেওর অনন্ত আম্বানির বিয়েতে শ্লোকার সাজ দেখেই উঠছে প্রশ্ন রাধিকা মার্চেন্ট এবং অনন্তের সঙ্গীতে পিচ রংয়ের লেহঙ্গা পরেন শ্লোকা যে সে লেহঙ্গা নয়, 'কভি খুশি কভি গম' ছবিতে করিনা পরিহিত লেহঙ্গা করিনার লেহঙ্গা যদিও ছিল শারারার মতো নিজের মতো কাটছাঁট করে নেন শ্লোকা দেওরের সঙ্গীতে বলি-নায়িকাকে তাঁর অনুকরণে সাড়া পড়ে গিয়েছে সপরিবারে বলিউড ছবির গানে নাচতেও দেখা গিয়েছে শ্লোকাকে