রিলের প্রেম কি রিয়েল লাইফে? বাস্তবেও প্রেম করছেন সাহেব-সুস্মিতা? সোশ্যাল মিডিয়ায় গুচ্ছ গুচ্ছ ঘনিষ্ঠ ছবি... আর সেই সমস্ত ছবিই তৈরি করেছেন তাঁদের সম্পর্কের গুঞ্জন। সুস্মিতা দে-র সঙ্গে অনির্বাণ রায়ের সম্পর্ক ছিল দীর্ঘদিনের তবে সদ্য নাকি সেই সম্পর্কে ছেদ পড়েছে। অনির্বাণ সবসময়েই সুস্মিতার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। শোনা যায়, যৌথভাবে ফ্ল্যাটও কিনেছিলেন অনির্বাণ ও সুস্মিতা। তবে তাল কাটল সুস্মিতার নতুন ধারাবাহিকের মাঝপথ থেকেই। সেখান থেকেই সুস্মিতার ঘনিষ্ঠতা সাহেবের সঙ্গে। সুস্মিতার সঙ্গে বিচ্ছেদ সম্পর্কে একটি পোস্ট করেও পরে তা মুছে ফেলেন অনির্বাণ। মুখ খোলেননি সুস্মিতাও। তবে ঘনিষ্ঠতা বেড়েছে সুস্মিতা আর সাহেবের। মাঝে মনোমালিন্য হলেও তা মিটে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সাহেব সদ্য ইঙ্গিতপূর্ণ পোস্ট করায় অনেকে মনে করেছিলেন সুস্মিতার সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়েছে। তবে এরপরেই আবার একসঙ্গে ছবি পোস্ট করেছেন সাহেব-সুস্মিতা। এতেই অনেকে আঁচ করছেন, তাঁদের দূরত্ব মিটে গিয়েছে। তবে সুস্মিতার সঙ্গে যে অনির্বাণের সম্পর্ক ভেঙেছে, তা কিছুটা ধরেই নিয়েছেন অনেকে। যদিও এবিষয়ে মুখ খোলেননি তাঁরা কেউই।