এবার বিনিয়োগকারীদের জন্য আরও ভাল রিটার্নের স্কিম আনতে চলেছে EPFO। যে বিনিয়োগকারীরা বেশি ঝুঁকি নিতে চান,তাদের বয়সের উপর ভিত্তি করে এই বিকল্প দেবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড।
যাঁরা ইক্যুইটি অর্থাৎ স্টক মার্কেটে বেশি রিটার্ন পেতে চান তাদের ক্ষেত্রে নতুন স্কিমের পরিকল্পনা করছে ইপিএফও
আসলে, EPFO তার অ্যাকাউন্টহোল্ডারদের বেশি রিটার্ন দেওয়ার লক্ষ্যে এই নিয়মগুলিতে পরিবর্তনের কথা বিবেচনা করছে।
যেমন স্টক মার্কেটে নিফটি 50, সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ ভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে ব্যবহার করা হয় সেই টাকা।
এবার অ্যাকাউন্ট হোল্ডারদের বেশি রিটার্ন দেওয়ার জন্য EPFO ২৫ শতাংশ তহবিল শেয়ার বাজারে বিনিয়োগ করতে চায়।
এখন কেবল এই পরিকল্পনা EPFO বোর্ডের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।EPFO প্রভিডেন্ট ফান্ড ও পেনশন ফান্ডে জমা টাকা আলাদাভাবে বিনিয়োগ করার কথা ভাবছে।