আমেরিকার বাজারের প্রভাব পড়ল না দেশের শেয়ার বাজারে। সোমবার আতঙ্কে থাকলেও সবুজেই ছুট শুরু করে বুলসরা।

নতুন সপ্তাহের প্রথম দিনে বিনিয়োগকারীদের কেনাকাটার জেরে দুরন্ত গতিতে বন্ধ হয়েছে নিফটি,সেনসেক্স।

গত শুক্রবার অনকটাই পতনের সঙ্গে দৌড় থামায় মার্কিন বাজারের সূচক ডাও জোনস। সেই কারণেই এদিন ভীতি ছিল বাজারে।

এদিন সেনসেক্স আবার ৫৯,০০০-এর সূচক অতিক্রম করতে সক্ষম হয়েছে। আজ ট্রেডিং শেষে, মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ৪৪২ পয়েন্ট বেড়ে ৫৯,২৪৫-তে থেমেছে।

সেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ১২৬ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ১৭,৬৬৫ পয়েন্টে বন্ধ হয়েছে। ব্যাঙ্ক নিফটিতেও দেখা গিয়েছে দারুণ র‌্যালি।

আজ বাজারে সব খাতের শেয়ারের দর বেড়েছে। ব্যাঙ্কিং ছাড়াও আইটি, অটো, ফার্মা, এফএমসিজি, জ্বালানি, ধাতু, ভোগ্যপণ্য, তেল-গ্যাস, মিডিয়া খাতের শেয়ারের কেনাবেচা ছিল বেশি।

মিডক্যাপ ও স্মল ক্যাপ স্টকগুলিও বেড়েছে। নিফটির ৫০টি শেয়ারের মধ্যে ৩৫টি শেয়ার সবুজে বন্ধ হয়েছে।

এই পাঁচ স্টকে সেরা বৃদ্ধি HINDALCO 428.80 (3.35)
JSWSTEEL 682.00 (3.11)
NTPC 164.70 (1.79)
ITC 328.75 (1.73)
SUNPHARMA 883.30 (1.58) শতাংশ বেড়েছে

এই ৫ স্টকে বেশি পতন

NESTLEIND 19,227.00 (-1.71)
BAJAJ-AUTO 3,962.00 -(1.71)
BRITANNIA 3,663.00 (-1.11)
ULTRACEMCO 6,508.40 (-1.05)
EICHERMOT 3,396.40 (- 0.75)

বাজার বিশেষজ্ঞরা বলছেন, ৮ তারিখ চিনে সার্বিক বৃদ্ধির পরিমাণ জানা যাবে। এরপরই চিনা মার্কেটের খারাপ ফল প্রভাব ফেলতে পারে ভারতীয় শেয়ার বাজারে।