কমতে পারে চিনের সার্বিক বৃদ্ধির পরিমাণ। বুধবার সেই আশঙ্কা জারি রইল ভারতীয় শেয়ার বাজারে।
যে কারণে এদিনের ট্রেডিং সেশনে বুলসদের তুলনায় বেশি শক্তি দেখাল বেয়ারসরা। যার পরিণতিস্বরূপ পতনের সঙ্গে বন্ধ হল বাজার।
বিশ্বের একাধিক সংবাদমাধ্যমের মতে, চলতি সময়ে কোভিডে লকডাউন করায় অনেকটাই ধাক্কা খেয়েছে কোম্পানিগুলির প্রোডাকশন।
সেই ক্ষেত্রে চিনা মার্কেটের খারাপ ফল ব্যাপক প্রভাব ফেলতে পারে ভারতীয় শেয়ার বাজারে। যদিও এই ধস দালাল স্ট্রিট অনায়াসে সামলে উঠবে বলে মনে করছেন মার্কেট অ্যানালিস্টরা।
SHREE CEM 23,480.00 (8.43)
ULTRA CEMCO 6,785.00 (4.46)
ADANI PORTS 876.20 (3.04)
COAL INDIA 239.00 (2.71)
GRASIM 1,751.85 (1.67)
TATA MOTORS 446.20 -2.52
BAJAJ-AUTO 3,848.00 -2.07
INDUSIND BK 1,090.00 -1.70
M&M 1,289.00 -1.33
MARUTI 8,778.00 -1.25
বিশ্ব বাজারের দিকে নজর দিলে দেখা যাচ্ছে, নতুন করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। সেই ক্ষেত্রে 'ওপেক' সংগঠনের বৈঠকের দিকে তাকিয়ে সারা বিশ্ব।