আইটি স্টকগুলিতে ভারী কেনাকাটার কারণে সপ্তাহের শেষ দিনে গতি দেখাল বুলসরা।

আজ লেনদেনের শেষে মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ১০৫ পয়েন্ট বেড়ে ৫৯,৭৯৩-তে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৩৪ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ১৭,৮৩৩ পয়েন্টে বন্ধ হয়েছে।

যদিও সেনসেক্স দিনের সর্বোচ্চ থেকে ৩২৬ পয়েন্ট কমেছে, নিফটি ১২৭-এ নেমে এসেছে। সকালের লেনদেনে সেনসেক্স ৬০,০০০ ছাড়িয়ে গেছে।

তবে এতকিছুর পরও সোমবারের মার্কেট নিয়ে চিন্তা বেড়েছে বিনিয়োগকারীদের।

আজ প্রথম থেকেই গতি দেখিয়েছে বাজার। ব্যাঙ্ক নিফটি ও নিফটি আইটি দুর্দান্ত হারে বৃদ্ধি পেয়েছে। এদিন ব্যাঙ্ক নিফটির ১২টি শেয়ারের মধ্যে ৯টি শেয়ার সবুজে ও ৩টি শেয়ার লালে বন্ধ হয়েছে।

পাশাপাশি নিফটি আইটির ১০টি স্টকের মধ্যে ১০টি স্টক সবুজে বন্ধ হয়েছে৷

সপ্তাহের শেষ দিনে এদিন বাজার গতি দেখালেও সোমবার নিয়ে চিন্তা কমছে না বিনিয়োগকারীদের।

নিফটি রেজিস্ট্যান্স ভাঙায় চিন্তা থাকছ ফলস ব্রেক আউটের। সেই ক্ষেত্রে ফের বাজার পড়তে পারে সোমবার।

আজ বেড়েছে

TECHM 1,127.00 3.43
ADANIPORTS 909.00 2.71
INFY 1,512.00 2.45
INDUSINDBK 1,134.00 2.32
HCLTECH 950.10 2.05

আজ কমেছে

ULTRACEMCO 6,787.90 -1.90
SBI LIFE 1,297.80 -1.51
M&M 1,302.00 -1.51
HDFC LIFE 575.60 -1.50
GRASIM 1,747.00 -1.29