সপ্তাহের শুরুটা ভালে হলেও আশ্বস্ত হতে পারেননি বিনিয়োগকারীরা। মঙ্গলে তাই দিশা দেখাল না ভারতীয় শেয়ার বাজার।
দিনভর অস্থিরতা দেখা গেল নিফটি ,সেনসেক্সে। দিনের শেষে লালেই থামল নিফটি, সেনসেক্সের সূচক।
সেখানে বম্বে স্টক এক্সচেঞ্জ ০.০৮ শাতংশ কমে ৫৯১৯৬.৯৯-এ দৌড় থামায় বুলসরা।
বিশ্ব বাজারের দিকে নজর দিলে দেখা যাচ্ছে, নতুন করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। সেই ক্ষেত্রে 'ওপেক' সংগঠনের বৈঠকের দিকে তাকিয়ে সারা বিশ্ব।
APOLLO HOSP 4,415.00 (3.09)
BHARTI ARTL 759.25 (2.55)
NTPC 168.50 (2.43)
SHREE CEM 21,700.00 (1.91)
SBI LIFE 1,313.95 (1.59)
TATA CONSUM 818.75 (-2.23)
BAJAJ FINSV 17,007.00 (-2.12)
BRITANNIA 3,610.00 (- 1.44)
M&M 1,303.00 (-1.33)
BAJFINANCE 7,118.00 ( -1.09)
বাজার বিশেষজ্ঞরা বলছেন, ৮ সেপ্টেম্বর চিনে সার্বিক বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশিত হবে। সেই ক্ষেত্রে চিনা মার্কেটের খারাপ ফল ব্যাপক প্রভাব ফেলতে পারে ভারতীয় শেয়ার বাজারে।