রোজমেরি- মশা তাড়ানোর জন্য ঘরে অবশ্যই রাখতে পারেন এই গাছ।

রোজমেরি গাছের সুগন্ধ আপনার ঘরে মশা, মাছির উপদ্রব কমাবে।

লেমন বাম, এই গাছের আর এক নাম হর্স মিন্ট।

এই গাছের গন্ধ বিভিন্ন কীটপতঙ্গ এবং মশাকে আপনার ঘরে প্রবেশ করতে দেবে না।

গাঁদা ফুলের গাছ অনেকের বাড়িতেই থাকে। মশা তাড়াতে এই গাছও সাহায্য করে।

গাঁদা ফুলের গন্ধ আপনার ঘরে মশার উপদ্রব কমায়। অন্যান্য অনেক কীটপতঙ্গের হাত থেকেও রক্ষা করে।

বেসিল, এই পাতার সঙ্গে আজকাল প্রায় সকলেই পরিচিত। অনেক রান্নাতেও ব্যবহার হয় বেসিল।

বেসিল পাতার কড়া বা উগ্র গন্ধ মশার উপদ্রব কমাতে সাহায্য করে।

লেমন গ্রাস- এই গাছের নামও অনেকেই জানেন বিভিন্ন চাইনিজ পদের সুবাদে। এর রয়েছে আরও অনেক গুণ।

লেমন গ্রাসের গন্ধের কারণেই এই গাছ মশা তাড়াতে সাহায্য করতে পারে। তাই ঘরে রাখতে পারেন এই গাছ।