রঙ, তুলি আপনার মন ভাল রাখতে সাহায্য করে। তাই মনখারাপের সময় ছবি আঁকতে পারেন।

ছবি আঁকলে কীভাবে আপনার মন ভাল থাকবে, চলুন একনজরে দেখে নেওয়া যাক।

ছবি আঁকলে মনঃসংযোগ বাড়ে। একই সঙ্গে সক্রিয় এবং সজাগ থাকে মস্তিষ্ক।

মনখারাপের মাঝে চোখের সামনে উজ্জ্বল রঙ দেখলে মন আপনিই ভাল হয়ে যায়।

ছবি আঁকলে মানসিক চাপ অর্থাৎ মেন্টাল স্ট্রেস কমে। তাই অবসরে ছবি আঁকতে পারেন।

রঙ, তুলি নিয়ে বসে নিজের খেয়াল খুশি মতো আঁকুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।

ছবি আঁকলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার মধ্যে লুকিয়ে রয়েছে শৈল্পিক স্বত্ত্বা।

যেহেতু ছবি আঁকার মাধ্যমে মেন্টাল স্ট্রেস কমে তার ফলে আপনি শান্ত ভাবে কোনও বিষয়ে চিন্তা করতে পারবেন।

অফিসে কাজের স্ট্রেস হোক বা অন্য কোনও চাপ, আঁকার শখ থাকলে অবসরে বসে পড়ুন রঙ-তুলি নেই। মন ভাল হবে নিমেষে।

অনেকসময়েই আমরা মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারি না। তবে সাদা কাগজে রঙ, তুলির মাধ্যমে মনের ভাল খুব ভাবেই বোঝানো যায়।