রঙ, তুলি আপনার মন ভাল রাখতে সাহায্য করে। তাই মনখারাপের সময় ছবি আঁকতে পারেন।

রঙ, তুলি আপনার মন ভাল রাখতে সাহায্য করে। তাই মনখারাপের সময় ছবি আঁকতে পারেন।

ABP Ananda
ছবি আঁকলে কীভাবে আপনার মন ভাল থাকবে, চলুন একনজরে দেখে নেওয়া যাক।

ছবি আঁকলে কীভাবে আপনার মন ভাল থাকবে, চলুন একনজরে দেখে নেওয়া যাক।

ABP Ananda
ছবি আঁকলে মনঃসংযোগ বাড়ে। একই সঙ্গে সক্রিয় এবং সজাগ থাকে মস্তিষ্ক।

ছবি আঁকলে মনঃসংযোগ বাড়ে। একই সঙ্গে সক্রিয় এবং সজাগ থাকে মস্তিষ্ক।

ABP Ananda
মনখারাপের মাঝে চোখের সামনে উজ্জ্বল রঙ দেখলে মন আপনিই ভাল হয়ে যায়।

মনখারাপের মাঝে চোখের সামনে উজ্জ্বল রঙ দেখলে মন আপনিই ভাল হয়ে যায়।

ABP Ananda

ছবি আঁকলে মানসিক চাপ অর্থাৎ মেন্টাল স্ট্রেস কমে। তাই অবসরে ছবি আঁকতে পারেন।

ABP Ananda

রঙ, তুলি নিয়ে বসে নিজের খেয়াল খুশি মতো আঁকুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।

ABP Ananda

ছবি আঁকলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার মধ্যে লুকিয়ে রয়েছে শৈল্পিক স্বত্ত্বা।

ABP Ananda

যেহেতু ছবি আঁকার মাধ্যমে মেন্টাল স্ট্রেস কমে তার ফলে আপনি শান্ত ভাবে কোনও বিষয়ে চিন্তা করতে পারবেন।

ABP Ananda

অফিসে কাজের স্ট্রেস হোক বা অন্য কোনও চাপ, আঁকার শখ থাকলে অবসরে বসে পড়ুন রঙ-তুলি নেই। মন ভাল হবে নিমেষে।

ABP Ananda

অনেকসময়েই আমরা মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারি না। তবে সাদা কাগজে রঙ, তুলির মাধ্যমে মনের ভাল খুব ভাবেই বোঝানো যায়।

ABP Ananda