জিনসের মতো টেকসই, আরামদায়ক ফ্যাব্রিক হয় নাকি !



কিন্তু কীভাবে টিকিয়ে রাখবেন আপনার পছন্দের ডেনিমটিকে বছরের পর বছর ।



জিনস টেকসই রাখার মূলমন্ত্রই হল কম ধোয়া, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।



শুধুমাত্র প্রয়োজন হলে প্রচন্ড নোংরা হলে তবেই ধুতে হবে জিনসের প্যান্ট।



এনজাইম-মুক্ত ডিটারজেন্ট দিয়ে ধুতে হবে জিনস, তাও উল্টো করে।



হালকা গরম জলে ৪৫ মিনিট ভিজিয়ে রেখে, মাইল্ড ডিটারজেন্টে ধোবেন জিনস।



টেকসই জিনিস বলে ওয়াশিং মেশিনের স্ট্রং অপশনে জিনস ধোবেন না।



ফ্যাব্রিক বিশেষজ্ঞরা বলছেন, জিনস দীর্ঘদিন টেকানোর উপায় হচ্ছে ঝুলিয়ে রাখা।



জিনসে কোনও অংশে কিছু দাগ ধরে গেলে শুধুমাত্র সেই অংশটিই ওয়াশ করুন।



ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ।