নেমারের চোট আঘাতে বিরক্ত আল হিলাল চুক্তি বাতিলে আগ্রহী! আল হিলালে যোগ দেওয়ার পর নেমার খেলেছেন মাত্র সাতটি ম্যাচ। ব্রাজিলিয়ান তারকার দখলে রয়েছে একটি গোল ও তিনটি অ্যাসিস্ট প্রদান। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর থেকে চোট আঘাত বারংবার ভুগেছেন ব্রাজিলিয়ান। এবার বিরক্ত হয়ে তাই তাঁকে ছেঁটে ফেলতে চায় আল হিলাল। নেমারের বদলিও ঠিক করে ফেলেছে তাঁরা। ব্রাজিলিয়ানের বদলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে চায় তাঁরা। নেমার এসিএল চোটের জেরে প্রায় বছর খানেক মাঠের বাইরেই কাটিয়েছেন। সদ্যই সেই চোট সারিয়ে মাঠে ফিরেছিলেন নেমার। তবে কামব্যাকের পর দ্বিতীয় ম্যাচেই আবার চোটের কবলে পড়ে ৩০ মিনিটেই মাঠ ছাড়েন ৩২ বছর বয়সি ব্রাজিলিয়ান। তাঁর ওপর আর আস্থা রাখতে পারছে না সৌদির ক্লাব। খবর অনুযায়ী নেমারের চুক্তি বাতিল করতে চায় আল হিলাল। অপরদিকে, রোনাল্ডোর ফিটনেস সমস্যা কার্যত নেই। আল নাসরে যোগ দেওয়ার পর একের পর এক ম্যাচ জিতিয়েছেন পর্তুগিজ মহাতারকা। আল নাসরের হয়ে ৭৮টি ম্যাচ খেলে ইতিমধ্যেই ৬৮টি গোল করে ফেলেছেন। সেই কারণেই তাঁকে নিতে আগ্রহী আল হিলাল। তবে রোনাল্ডো আল নাসরেই অবসর নিতে চান বলে পূর্বাভাস দিয়েছিলেন। তাই তাঁকে দলে টানা কিন্তু সহজ হবে না।